সম্পর্কে আমাদের প্রতিষ্ঠান

ক্রিয়েটিভ ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CVDF) একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং টেকসই উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ব্যক্তিকে ক্ষমতায়িত করা।

প্রত্যেক মানুষের উন্নতির সুযোগ পাওয়ার অধিকার আছে—এই বিশ্বাসকে কেন্দ্র করে CVDF স্থানীয় অংশীদার, স্বেচ্ছাসেবক এবং সমর্থকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করে, যা সমতা, আত্মনির্ভরতা এবং সম্প্রদায়ের উন্নয়নকে উৎসাহিত করে।

CVDF-এ, আমরা সহমর্মিতা, স্বচ্ছতা এবং সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত। একসাথে, আমরা আরও শক্তিশালী, সুস্থ এবং সহনশীল সম্প্রদায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

আমাদের সম্পর্কে
About Us

0

শাখাসমূহ

0

সদস্য

0

দাতা

0

কর্মচারী

0

সেবা

আমাদের লক্ষ্য, দৃষ্টি এবং
মূল্যবোধ

স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে গ্রামীন অর্থনীতির উন্নয়ন তথা সমাজের দরিদ্র, অসহায়, পশ্চাৎপদ, সুবিধাবঞ্চিত, নিপীড়িত জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন করা।

বিভিন্ন সমাজসেবামূলক উন্নয়ন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করা। আত্মকর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে তোলার জন্য পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করা। কৃষি উন্নয়নের জন্য ক্ষুদ, প্রান্তিক ও মাঝারী, কৃষকদের উন্নত প্রযুক্তি গত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে দারিদ্র বিমোচন ও উৎপাদন বৃদ্ধি করা। শষ্য বহুমুখী করণ, উৎপাদিত ফসল গুদামজাতকরণ, কৃষি জাত দ্রব্য প্রক্রিয়াজাত করণ। উন্নত বীজ উৎপাদন ও ব্যবহার করার পদক্ষেপ গ্রহণ করা।

  • বনজ, ফলজ, ঔষধী বৃক্ষ রোপন উদ্বুদ্ধ করণ এবং পরিবেশ সম্পকে জ্ঞান দান করা, সামাজিক বনায়ন, কৃষি বনায়নে অবদান রাখা।
  • গরু মোটাতাজাকরণ, গাভী পালন, ছাগল পালন, হাস-মুরগী পালনের মাধ্যমে দারিদ্র বিমোচন ও মাংস, দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি করা, এ বিষয় প্রশিক্ষণ প্রদান করা।
  • ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলতে কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।
  • গ্রামীণ ঘর বাড়ী/ বস্তি উন্নয়নসাধন করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা।
  • নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানি ব্যবহার, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন উদ্বুদ্ধকরণ ও উপকরণের সরবরাহ করা।
  • স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ও জন্ম নিয়ন্ত্রণ বিষয়ক কর্মসূচী বাস্থবায়নে লক্ষিত জন গোষ্ঠীকে উদ্বুদ্ধ করা।
  • নারী অধিকার, পারিবারিক নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ বিষয় উদ্বুদ্ধ করা
  • শিশু ঝুঁকিপূর্ণ শ্রম বন্ধ, শিশু নির্যাতন বন্ধ, শিশু অধিকার, শিশু স্বাস্থ্য, কন্যা শিশুর সম-অধিকার বিষয় উদ্বুদ্ধ করণ ও সচেতনতা বৃদ্ধি করা।
  • বিভিন্ন প্রশিক্ষণ সেমিনার, পরামর্শ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, গণসচেতনতা বৃদ্ধি বিভিন্ন সেবা পাবার
  • অধিকার ও উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহণ নিশ্চিত করণ।
  • অশিক্ষিত সদস্য/ সদস্যা ও এলাকার জনগনের স্বাক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান প্রদানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বয়স্কশিক্ষা, উপ-আনুষ্টানিক শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা ও সেবা প্রদান করা। সামাজিক/অর্থনৈতিক অন্যান্য বিষয় সংস্থার নিজস্ব অর্থ বা অন্য কোন সংস্থার পক্ষে জরীপ/ গবেষণা পরিচালনা করা।
  • বিভিন্ন প্রকার পোষ্টার, লিফলেট, পুস্তিকা, সাময়িক প্রকাশ ও প্রচার।
  • বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উৎযাপন, বিভিন্ন বিষয় ভিক্তিক প্রশিক্ষণ, সেমিনার, র‍্যালী করার ব্যবস্থা করা।
  • দলনেতা, কর্মী/ কর্মকর্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা।
  • সরকারী ও বেসরকারী সাহায্য সংস্থাকে সহায়তা করা ও তাদের সাহায্য গ্রহণ করা
...
mission

স্মরণীয় মুহূর্ত প্রতিষ্ঠান

In order to achieve the goal and objectives of the organization,
it has defined and formulated major areas of program intervention as follows:

People living in the South Central

January 15, 2026

Since its inception in 2001

September 27, 2025

People living in the South Central coastal region of Bangladesh

September 27, 2025

YOUR TEXT HERE

Since its inception in 2001, CVDF has been dedicated to empowering women and communities living in disaster-stricken poverty and extreme poverty belong to southern coastal belt region in Bangladesh. The organization’s initial focus was on raising awareness

প্রতিষ্ঠাতার ভাষণ

আমাদের লক্ষ্য কেবল দারিদ্র্য বিমোচন বা সাহায্য প্রদান নয়, বরং এমন একটি সমাজ বিনির্মাণ যেখানে প্রতিটি মানুষের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার সমান সুযোগ থাকবে। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র প্রচেষ্টাও যদি সততা ও নিষ্ঠার সাথে করা হয়, তবে তা বৃহৎ সামাজিক পরিবর্তনের সূত্রপাত করতে পারে। আসুন, আমরা সম্মিলিত শক্তির মাধ্যমে একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।

Founder

আমাদের দলকে জানুন

OUR WORKING AREA

Since its inception in 2001, CVDF has been dedicated to empowering women and communities living in disaster-stricken poverty and extreme poverty belong to southern coastal belt region in Bangladesh. The organization’s initial focus was on raising awareness, sensitizing, and organizing women to alleviate pover

Panchagarh
Thakurgaon
Nilphamari
Lalmonirhat
Dinajpur
Rangpur
Kurigram
Gaibandha
Nawabgonj
Naogaon
Joypurhat
Bogra
Jamalpur
Sherpur
Mymensing
Netrokona
Sunamgonj
Sylhet
Rajshahi
Natore
Sirajganj
Tangail
Kishorganj
Hobiganj
Moulovibazar
Meherpur
Kushtia
Pabna
Manikganj
Gazipur
Narshindi
Brahmanbaria
Narayanganj
Dhaka
Chuadanga
Jhenaidha
Rajbari
Magura
Faridpur
Munshiganj
Jessore
Norail
Madaripur
Gopalganj
Sariatpur
Satkhira
Khulna
Bagerhat
Pirojpur
Jhalokathi
Borguna
Patuakhali
Barishal
Bhola
Chandpur
Comilla
Noakhali
Feni
Lakshmipur
Chittagong
Khagrachori
Rangamati
Cox's Bazar
Bandarban

আপনি কি আমাদের সহায়তা করতে প্রস্তুত?

Since its inception in 2001, CVDF has been